ফর্সা হওয়ার ডাক্তারি নাইট ক্রিম

সুন্দর হওয়ার জন্য আমরা অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকি। সাধারণত বাজার থেকে যে ধরনের, ত্বক ফর্সাকারী প্রসাধনী আমরা ব্যবহার করি। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে রাসায়নিক ব্যবহার করে তৈরি করে থাকে। সাধারণত ত্বক ফর্সাকারী ক্রিমগুলোতে, ত্বকের উজ্জ্বলতা ও শরীরের রং ফর্সা করার জন্য, হাইট্রোকুইনন, ট্রেটিনোইন, স্টেরয়েডযুক্ত ক্যামিকেল গুলা, সাধারণত ব্যবহার করা হয়। যে ধরনের প্রসাধানি ত্বকের জন্য ব্যবহার করি, এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। 

নাইট

ত্বকের ক্ষতি না করে, পার্মানেন্ট ভাবে ত্বককে ফর্সা করার জন্য, অবশ্যই আপনার একজন ডার্মোটলজিস্টের  পরামর্শ নিয়ে। আপনার ত্বকের ধরন অনুযায়ী ফর্সা হওয়ার জন্য কি ব্যবহার করা উচিত তা নির্বাচন করা উচিত। তবে বেশ কিছু ক্রিম রয়েছে, যেগুলো তে ক্ষতির পরিমাণ খুবই কম। চলুন আজকের আর্টিকেলটিতে, ফর্সা হওয়ার জন্য ডাক্তারি কিছু ক্রিম সম্পর্কে জানা যাক।

পোস্ট সূচিপত্রঃ ফর্সা হওয়ার  ডাক্তারি নাইট ক্রিম।

নাইট ক্রিম নির্বাচন করার উপায়। 

আপনার জন্য, বা আপনার ত্বকের জন্য কোন, নাইট ক্রিমটি ভালো হবে সেটা আপনার নিজের নির্বাচন করতে হবে। কেননা সকল ধরনের নাইট ক্রিম, সবার ত্বকের সঠিকভাবে কাজ করে না। ত্বকের প্রকৃত ধারণ অনুযায়ী, আপনি যদি নাইট ক্রিম ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনার ত্বকের সম্বন্ধে জানতে হবে। এবং আপনার ত্বকের সাথে সামঞ্জস্যপূর্ণ, যে নাইট ক্রিমটি ব্যবহার করা ভালো হবে, ঠিক সেটাই ব্যবহার করতে হবে। আমাদের দেশে হাজার ধরনের নাইট ক্রিম হয়েছে। একটু অতিরিক্ত সুন্দর হওয়ার জন্য, কখনোই নিজের ত্বকের ক্ষতি করা উচিত নয়। 

এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে, বুঝে শুনে সঠিক এবং যে ক্রিমটি ত্বকের জন্য সঠিক, নাইট ক্রিম মনে হবে সেটাই ব্যবহার করবেন। কেননা বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রসাধনী ব্যবহারের ফলে, অনেক সময় অনেকেরই, বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে। তাছাড়া এই ধরনের, ক্ষতিকর কেমিক্যাল যুক্ত নাইট ক্রিম আমাদের সবার জন্যই ক্ষতিকর। তাই আপনি যদি, নাইট ক্রিম ব্যবহার করি একটু আলাদাভাবে ফর্সা হতে চান। অবশ্যই আপনার জন্য উচিত হবে বুঝে শুনে সঠিক পণ্যটি চিনে ব্যবহার করার। 

বাংলাদেশের প্রেক্ষাপটে, ভালো মানের কিছু নাইট ক্রিম।

দুর্নীতিতে বাংলাদেশ বিশ্বের অনেক দেশে তুলনায়, অনেক এগিয়ে রয়েছে। এক কথায় বলতে গেলে ঘরে ঘরে দুর্নীতি, ঠিক তেমনি ক্রিমের ক্ষেত্রেও। বিভিন্ন ধরনের নামি দামি ব্রান্ডের ক্রিম, তৈরি করে দুষ্কৃতিকারীরা তা বিক্রি করছে। এই ধরনের ক্রিম ব্যবহার করে মানুষ বেশি বিপদের সম্মুখীন হচ্ছে। তাই অবশ্যই এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। ত্বক আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই আমরা যদি, ত্বক ফর্সাকারি কোন ক্রিম ব্যবহার করতে চাই। অবশ্যই যাচাই বাছাই করে ভালো এবং সঠিক ক্রিমটি ব্যবহার করতে হবে।

আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে এমন বেশ কিছু নাইট ক্রিম রয়েছে যেগুলোতে ক্ষতির পরিমাণ  অনেকাংশই কম থাকে। এখন আপনাদের সাথে বাংলাদেশের কয়েকটি, জনপ্রিয় নাইট ক্রিমের, সাথে পরিচয় করিয়ে দিব। 

  • ১. ponds Age Miraacle Night face Cream.
  • ২. Olay White Radiance.
  • ৩. Ponds Flawless Radiance
  • ৪. Simple Vital Vitamin Night cream.
  • ৫. Himalaya Revitalizing Night Cream.
  • ৬. Gluta-C intense Whitening Cream.

এই ধরনের ক্রিমগুলো, এক একটা এক এক, ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয়। কেননা   আমাদের ত্বকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সকলের ত্বকের জন্যই সকল ধরনের, নাইট ক্রিম ব্যবহার করা ঠিক নয়। অবশ্যই আপনি আপনার ত্বকের ধরন অনুযায়ী, ব্যবহারের জন্য ক্রিমটি নির্বাচন করবেন। 

ওপরে উল্লেখিত নাইট টিমের গুণগত মান যাচাই।

১.Ponds Age Miraacle Night Face cream.

ফর্সা হয়ার জন্য আমরা অনেক ধরনেরই ক্রিম ব্যাবহার করি। তার মধ্যে Ponds Age Miraacle Night Face cream রয়েছে । এই নাইট ক্রিম যে সকল উপাদান দিয়ে তৈরি ,তা হল,( Retinol-C Complex ,Vitamin B3, Vitamin E Acetate এবং Hexyl Retinol) মূল উপাদান হিসাবে ব্যাবহার করা হয়েছে। এই উপাদান গুল আমাদের ত্বকে, যে পরিবর্তন আনে তা দেখে নিন।

Vitamin B3:

সৃষ্টিকর্তা প্রাকৃতিক ভাবে আমাদের শরীর অসংখ্য কোষের সমন্বয় গঠিত করেছে। এই ক্রিমের ভিটামিন বি ৩ আমাদের শরীরের কোষকে শক্তিশালী  করে। এবং একই সঙ্গে এই উপাদান আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। 

আরো পড়ুনঃ ফ্রিলান্সিংয়ের  জন্য সেরা ৪ টি ল্যাপটপ।

Retinol-C Complex:

আমাদের অনেকের শরীরে বিভিন্ন ধরনের, লম্বা দাগ দেখা যায়। এগুলোকে সাধারণভাবে বলা হয় বলিরেখা। এই ক্রিমে থাকা, উপাদান একটি উন্নত আন্টি এজিং প্রযুক্তি, যেটা আমাদের ত্বকের বলি রাখার মত সমস্যার সমাধানে কাজ করে এবং ত্বককে অনেক বেশি উজ্জ্বল করতে সহায়তা করে। 

Vitamin E Acetate:

এই ক্রিমে থাকা ভিটামিন ই এসিটেট, হল, এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এন্টি এক্সিডেন্ট আমাদের ত্বকে সুরক্ষা দেয় এবং উজ্জ্বলতা বাড়াতে ভূমিকা রাখে। 

Hexyl Retinol: 

এই ক্রিমের এই উপাদানটি আমাদের ত্বকের ভিতরে প্রবেশ করে ভেতর থেকে উজ্জ্বল করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে। তাছাড়া এতে আরো কিছু অন্যান্ন উপাদান রয়েছে যেমন, Cyclopentasiloxane, Cyclotetrasiloxane, Caprylyl Methicone এবং  Glycerin ইত্যাদি উপাদান ব্যবহার করা হয়েছে। যেগুলো আমাদের ত্বকের জন্য বেশ কার্যকর।

নাইট

2. Olay White Radiance: 

উপরে উল্লেখিত ১ নাম্বার যে, ক্রিমটি রয়েছে সে সম্বন্ধে অনেক কিছুই জানতে পেরেছি। এখন দ্বিতীয় নাম্বার ক্রিমের পালা, প্রত্যেকটা ক্রিমি কোন না ,কোন রকম উপাদান দিয়ে তৈরি, তবে সকল উপাদানই আমাদের ত্বকে মশ্চারাইজ করে, এবং ভেতর থেকে ত্বককে উজ্জ্বল করে। চলুন তাহলে এখন জেনে নেওয়া যাক, Olay White Radiance এই ক্রিমটা তৈরিকারি উপাদান গুলা কি কি?

এই ক্রিমে যে সকল উপাদান রয়েছে সেগুলো হল, ( পানি, গ্লিসারিন, নিয়াসিনামাইট, ভিটামিন বি ৫ ভিটামিন ই, সানস্ক্রিনের ও কিছু উপাদান পাওয়া যায়। ফেসওয়াশে ব্যাবহিত কিছু অনন্য উপাদান রয়েছে, যেমন মিরিস্টিক এসিড, পামিটিক এসিড ইত্যাদি ব্যবহার করা হয়েছে। তাছাড়া এতে কিছু সুগন্ধি ব্যবহার করা হয়েছে। 

যে কোন ক্রিমের দাম নিয়ে, আমাদের কৌতূহল থাকে, দাম কত আমি কি ঠকেছি ইত্যাদি বিভিন্ন কিছু। আপনি যদি এই ক্রিমটি কিনতে চান তাহলে, আমাদের বাংলাদেশে এর দাম হল ৮৯০ টাকা। 

3. Ponds Flawless Radiance:

এই নাইট  ক্রিমটিতে  যে সকল উপকারী উপাদান রয়েছে সেগুলো হলো, ভিটামিন বি ৩, রেটিনল, হাইড্রলিক এসিড এবং অ্যান্ড্রোক্সিডেন্ট ইত্যাদি মশারাইজিং উপকরণ দিয়ে তৈরি। 

এগুলো আমাদের শরীরের ত্বকে, যে সকল উপকার করে, সেগুলো হল,সাধারণভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। আমাদের মধ্যে অনেকের ত্বকে কিছু দাগ ও ছোপ থাকে এগুল কমায়। ত্বককে মশ্চারাইজ করতে সহায়তা করে। ত্বকের কোষের শক্তি বৃদ্ধি করে এবং টান টান রাখতে সহায়তা করে। 

এই ক্রিম এর দাম আমাদের দেশে ১২৫০ টাকা। অবশ্যই ক্রিম কেনার সময়, সঠিক এবং অরজিনাল ক্রিম বেঁচে কিনবেন। কেননা একটি ভুল ক্রিম হতে পারে আপনার জন্য অনেক সমস্যার একটি নাম।

4. Simple Vital Vitamin Night Cream:

এই ক্রিমটি যে সকল উপাদান দিয়ে তৈরি সেগুলো হলো, প্রো ভিটামিন ৫, ভিটামিন এফ, ভিটামিন ই, ভোরের বীজের তেল, বিসাবোলল এবং গ্লিসারিন ইত্যাদি। এগুলো আমাদের শরীরে কি কি উপকার করে সেগুলো জানা যাক এখন। 

প্রো ভিটামিন বি ৫, এটা আমাদের ত্বকের গভীরে গিয়ে ড্যামেজ ত্বক রিপ্লেস করে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং ত্বক টানটান রাখতে সহায়তা করে। আন্টি এজিং ত্বকের বলি রাখা দূর করে। আমাদের অনেকের ত্বকে লাল ধরনের একটা আবরণ দেখা যায়। এই লাল আবরণ কে রিমুভ করার জন্য বেশ ভূমিকা রাখে। প্রতিনিয়ত ব্যবহার করার ফলে, অবশ্যই দেখতে পাবেন এর ফলাফলটা আসলে কতটা ভালো। তাছাড়া ওইগুলো ত্বকের তেমন কোন ক্ষতি করে না। 

এই ক্রিমের  মূল্য আমাদের দেশে টাকা অনুযায়ী ৬৫০ টাকা। পূর্বে এই ক্রিমের দাম ছিল ৯৫০ টাকা তবে ৩২% অফার এর জন্য বর্তমানে এর দাম ৬৫০ টাকা। এতে ক্রিমের পরিমাণ পেয়ে যাবেন  ৫০ গ্রাম। 

5. Himaliya Revitalizing Night Cream:

এই ক্রিমের প্রধান উপকরন হল,সাদা লিলি, অ্যান্টি- অক্সিজেন সমৃদ্ব ,এছারাও এতে আলফা হাইড্রিক এসিড রয়েছে। এই ক্রিমে ,আর রয়েছে ফ্লাভোনয়েড ( Flavonoids ) আলফা হাইড্রিক এসিড যা সাধারনত টমেটাতে পাওয়া যায়। 

এই সকল উপাদান আমাদের ত্বকে যে সকল উপকারে আসে সেগুল হল। এই ক্রিমে থাকা উপাদান আমাদের ত্বকে মশ্চারাইজ করে ভিতর থেকে। এবং ইনস্ট্যান্ট গ্লোইং  করার জন্য বিশেষভাবে ভূমিকা রাখে। ত্বকের আর্দ্রতা বজায় রাখে, এবং ত্বক টানটান ও উজ্জ্বল করে। এই  ক্রিমের সবথেকে বড় উপাদান ,আগে বলেছি সাদা লিলি এবং টমেটো, ভিটামিন ই এবং গ্লিসারিন। প্রত্যেকটা জিনিস আমাদের শরীরের ত্বকের জন্য অনেক উপকারি।

এই ক্রিমের দাম আমাদের দেশে, ৪৯৯ টাকা,অফার প্রাইস কিন্তু এই ক্রিমের সঠিক মূল্য হল ৬০০ টাকা। 

6. Gluta-C intrnes Whitening Cream:

এই ক্রিমের সবচেয়ে প্রধান উপাদান হলো গ্লুটাথিয়ন( Glutathion) এবং ভিটামিন সি। আমরা সকলেই জানি গ্লুটাথিয়ন এবং ভিটামিন সি আমাদের ত্বকের জন্য কতটা উপকারী। এছাড়াও এর আরো কিছু উপকরণ রয়েছে যেমন ভিটামিন ই, সিয়া বাটার, গ্লিসারিন, পানি ইত্যাদি বিভিন্ন রকম উপকরণ রয়েছে। এই সকল উপাদান আমাদের ত্বকের জন্য বেশ কার্যকর। এই ক্রিমটির দাম বাংলাদেশে ৪৭৮ টাকা।

আরো পড়ুনঃ ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে সেরা কিছু স্মার্টফোন। 

ফর্সা হওয়ার জন্য নাইট ক্রিম ব্যবহারে সতর্কতাঃ

নাইট

ফর্সা হতে কেনা যায়, আমাদের সবারই ইচ্ছা থাকে একটু ফর্সা হতে পারতাম। তাহলে হয়তো দেখতে অনেকটা সুন্দর লাগতো।তবে এই ফর্সা হওয়ার মুহে পড়ে অবশ্যই কোন প্রকার, দুই নাম্বার ক্রিম ব্যবহার করবেন না। যদিও প্রাকৃতিকভাবে সৃষ্টিকর্তা আমাদের ত্বকে যেভাবে বানিয়েছে, সেটাই বেস্ট। তারপরও আমরা যারা একটু বেশি সুন্দর হতে চায় তার অবশ্যই, সস্তায় কোন ক্রিম কিনে ব্যবহার করা থেকে বিরত থাকবেন। 


কেননা ফর্সা হওয়ার ক্রিমগুলো ব্যবহার করে আমরা যদি, একটু বাড়তি, সৌন্দর্য পেতে চাই। তাহলে অবশ্যই বুঝে শুনে দেখে ভালো ক্রিমটি ব্যাবহার করা উচিত। দামি এবং ব্রান্ডের ক্রিমগুলোতে, যেগুলো বিএসটিআই সার্টিফাইড যুক্ত সেগুলো অবশ্যই একটু বাড়তি নাম দিয়ে কিনতে হয়। যাই হোক লোকাল কেন  নাইট ক্রিম ব্যাবহার  করা থেকে বিরত থাকুন। 

ফর্সা হওয়ার ডাক্তারের নাইট ক্রিম গুলো কোথায় পাওয়া যাবে। 

ফর্সা হওয়ার ক্রিম গুলো কোথায় পাওয়া যাবে, এ নিয়ে আমাদের মাঝে অনেক চিন্তা ভাবনা থাকে। ব্যবহার করার জন্য আমাদের অবশ্যই সঠিক ক্রিমটি কিনে ব্যবহার করতে হবে। সব জায়গায় প্রতারণা শিকার হই আমরা।  তাই অবশ্যই, যে সকল ওয়েবসাইট গুলোতে এবং স্টোর গুলোতে এগুলো পাওয়া যায়। এ ব্যাপারে এখন আলোচনা করব। 

ফর্সা হওয়ার না ক্রিম কোথায় পাওয়া যাবে। নিচে কিছু ওয়েবসাইটের লিংক দেওয়া হল। এগুলোর ভিতর প্রবেশ করলে আপনি, বিভিন্ন রকমের ক্রিম, লোশন ইত্যাদি রূপচর্চার বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন। 

ফর্সা হওয়ার জন্য ডাক্তারি নাইট ক্রিম, অর্ডার করতে নিচের ওয়েবসাইট ভিজিট করুনঃ

1. https://rjfashion.com.bd/ -2. https://allwellbuy.com/  3.https://www.daraz.com

উপরে উল্লেখিত ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে আপনার আপনাদের, পছন্দ মতন ডাক্তারি নাইট ক্রিম কিনতে পারেন। এছাড়াও আপনার শহরের যে সকল কসমেটিকসের দোকান রয়েছে, এগুলোতেও আপনি চাইলে আপনার পছন্দমত নাইট ক্রিমটি কিনতে পারবেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে হবে। 

শেষ কথাঃ ফর্সা হওয়ার জন্য ডাক্তারি নাইট ক্রিম। 

ফর্সা হওয়ার জন্য ডাক্তারি নাইট ক্রিম সম্বন্ধে ইতিমধ্যে আমরা, বেশ কিছু নাইট ক্রিম সম্বন্ধে জানতে পেরেছি। এগুলো তুলনামূলক ত্বকের অনেক কম ক্ষতি করে। আপনি চাইলে নিঃসন্দেহে এগুলো ব্যবহার করতে পারেন। আশা করি আজকের আর্টিকেলটির বিষয়ে, সামান্য কিছু তথ্য হলেও আপনাদের দিতে পেরেছি। আপনি যদি সুন্দর হওয়ার জন্য ডাক্তারি নাইট ক্রিম ব্যবহার করতে চান, তাহলে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে লোকাল কোন ক্রিম ব্যবহার করা চলবে না।

এতে  করে হয়তো আপনি খুব সহজেই ফর্সা হতে পারবেন তবে আপনার ত্বকের বারোটা বেজে যাবে। তাই অবশ্যই দেখে শুনে বুঝে এই ধরনের ক্রিম ব্যবহার করতে হবে। এতক্ষণ মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ার  জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। যাতে তারাও, ফর্সা হওয়ার জন্য ডাক্তারি নাইট ক্রিম সম্পর্কে জানতে পারে।

                           ( খোদা হাফেজ )

  







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url