মাথা ব্যাথার দোয়া, মাথা ব্যাথার দোয়া বাংলা।
মাথা ব্যাথা অর্থাৎ, মাইগ্রেনের সমস্যা। আপনি এখন এই আর্টিকেটি পড়ছেন ,হতে পারে আপনি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন হয়তো। মাইগ্রেন/ মাথা ব্যাথা আমাদের সকলেরই কম বেশি হয়ে থাকে এবং আমরা অনেক সময় মাথা ব্যাথায় ভুগে থাকি। মাথা ব্যাথা যখন হয় তখন বোঝা যায় এর যন্ত্রনাটা আসলে কতটা কষ্টদায়ক। অনেক সময় দেখা যায় মাথা ব্যাথার কারনে চোখ ও মেলে তাকানো যায় না।
আজকের আর্টিকেলটিতে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। ইসলাম ধর্মের পবিত্র কোরানে উল্লেখিত মাথাব্যথার জন্য যে দোয়া রয়েছে সেই তোমার সম্পর্ক, এবং মাথা ব্যথার দোয়া ও মাথা ব্যথার দোয়া বাংলায়। তাহলে কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক। মাথা ব্যথা হলে যে দোয়া পড়তে হয়, বাংলায় অনুবাদ সহ।
পোস্ট সূচিপত্রঃ মাথা ব্যাথার দোয়া, মাথা ব্যাথার দোয়া বাংলা।
মাথা ব্যথার দোয়া, এবং মাথা ব্যথার দোয়া বাংলা।
আসলে মাইগ্রেন কেন হয়, চিকিৎসকের মতে মাথাব্যথা অর্থাৎ মাইগ্রেন কেন হয় এর কোন সঠিক তথ্য নাই। তবে অতিরিক্ত বিশ্রামের ফলে, অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত ঘুম ইত্যাদি বিভিন্ন কারণে হতে পারে। আমাদের ইসলাম ধর্মে পবিত্র কোরআনে (সূরা ওয়াকিয়ারঃ আয়াত ১৯) মাইগ্রেনের সমস্যার জন্য যে দোয়াটি রয়েছে সেটি হল।
আরবিতেঃ لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
আরবির বাংলা উচ্চারনঃ লা-ইউসাদ্দাউনা আনহা ও-য়ালা ইউনযিফুন।
বাংলা উচ্চারণঃ যা পান করলে তাদের শিরঃপীরা হবে না এবং বিকারগ্রস্থ হবে না।
আরবিতেঃ اعوذ بكلمات الله التامات من شر ما أعاني وأجد و أحاذر
বাংলা উচ্চারনঃ আউযু বিকালিমা তিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা তুয়ানি ওয়া তাজিদু ওয়া তুহাজিরু।
বাংলা উচ্চারনঃ যে কষ্ট আমি ভোগ করছি, এবং যে অনিষ্ঠে আক্রান্ত হয়েছি, আল্লাহতালা এই পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে তা থেকে মুক্তি চাচ্ছি।
এই দোয়াগুল সাধারণত জ্বর এবং মাথা ব্যাথা থেকে মুক্তি পাওয়ার জন্য পড়া হয়। এছাড়াও পবিত্র কোরআনে মাথাব্যথার আরো অনেক দোয়া রয়েছে।
আরো পড়ুনঃ অতিরিক্ত বিস্রামের কারনেও মাইগ্রেনের মত সমস্যা হতে পারে।
শেষ কথা।মাথা ব্যাথার দোয়া এবং মাথা ব্যাথার দোয়া বাংলা।
মাথাব্যথা অর্থাৎ মাইগ্রেনের সমস্যা এটি হঠাৎ করে কোন কারণ ছারাই হতে পারে। পবিত্র আল কোরআনে মাথাব্যথার দুইটি দোয়া সম্পর্কে জানতে পারলাম। এছাড়াও বেশ কিছু মাথা ব্যাথার দোয়া রয়েছে পবিত্র কোরআনে। আমরা যদি এই দোয়াগুলো ঠিকভাবে আমল করি তাহলে আল্লাহ চাইলে মাথাব্যথা কমিয়ে দিতে পারে। আল্লাহ তাআলার নেয়ামতে সুস্থ হওয়ার জন্য অবশ্যই আমাদের আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করতে হবে।
এতক্ষণ মনোযোগ সহকারে মাথা ব্যথার দোয়া এবং মাথা ব্যথার দোয়া বাংলায়। আমাদের এই আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পোস্টটি ভাল লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন,যাতে তারাও যানতে পারে এই দোয়া সম্পর্কে।
( খোদা হাফেজ )
ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url