সবথেকে পুরোনো ধর্ম কি ইসলাম নাকি সনাতন?

 সবথেকে পুরোনো ধর্ম ইসলাম নাকি সনাতন?এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের কে এটা জানতে হবে। কোন ধর্মের বয়স কত,এবং কবে থেকে কোন ধর্মের যাত্রা শুরু হয়।এবং কিভাবে আমাদের সবার মাঝে ইসলাম এবং সনাতন ধর্ম ছরিয়ে পরে।

islam


তাহলে চলুন যেনে নেওয়া যাক, পুরোনো ধর্ম ইসলাম নাকি সনাতন এই, ধর্ম দুইটি সম্পর্কে কিছু তথ্য জেনে নি। তাহলে আমাদের কাছে ব্যাপারটা পরিস্কার হয়ে যাবে যে সবথেকে পুরোনো ধর্ম ইসলাম নাকি সনাতন।

পোস্ট সূচিপত্রঃ সবথেকে পুরোনো ধর্ম কি ইসলাম নাকি সনাতন?

ইসলাম ধর্মের শুরুঃ

ইসলাম হল মুসলমানদের ধর্ম,  ইসলাম ধর্ম সর্বপ্রথম যাত্রা শুরু করে ৬১০ খিস্টাব্দে। আমাদের প্রিয় নবী,পৃথিবীর একমাত্র মাহামানব, হযরত মহাম্মাদ (সঃ) এর উপর আল্লাহ তা-আলা ইসলাম ধর্মের  ওহি নাজিল কারেন। প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সঃ) এর মাধ্যমে সপ্তম শতাব্দীতে আরবে ছড়িয়ে পরে।তবে ইসলাম ধর্ম পরবর্তিতে সমগ্র পৃথিবীব্যাপি ছরিয়ে পরে। এবং আস্তে আস্তে  এই ধর্ম বড় ধর্মের তালিকায় পৃথিবীতে জায়গা করে নেয়।


আরো পড়ুনঃ ইসলামে জুয়া খেলা কি হারাম?বাজি ধরার শাস্তি কি?


বর্তমানে পৃথিবীতে মোট ইসলাম ধর্মের আনুশারির সংখ্যা ২০০ কোটির ও বেশি। যা আমাদের পৃথিবীর মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ, এবং শুরু থেকে এখন পর্যন্ত ইসলাম ধর্মের বয়স ১৪১৫ বছর।

সনাতন ধর্মের শুরুঃ

সনাতন ধর্ম মুলত হিন্দু ধর্মকে বলা হয়। সনাতন ধর্মের বয়স নিদিষ্ট করে বলা আসলে কঠিন।কেননা সনাতন ধর্মের অনুশারিরাও বিশ্বাস করে তাদের ধর্ম হাজার হাজার বছর পুরোনো। সনাতন ধর্ম কোন নিদিষ্ট কোন ব্যাক্তির মাধ্যমে তৈরি হয়নি।

পৃথিবীতে হিন্দু ধর্মের অনুশারির সংখ্যা প্রায় ১২০ কোটি যা আমাদের পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ১৫ সতাংশ। সনাতন ধর্মের অনুশারিরা বেশিরভাগই ভারত এবং নেপালে বসবাশ করে থাকেন। সনাতন ধর্মের কিছু ভিন্য রকম সংস্কৃতি রয়েছে।  

উপসংহার।

সব থেকে পুরনো ধর্মকে ইসলাম নাকি সনাতন। এ ব্যাপারে অমৃত মধ্যে কিছু তথ্য জানতে পারলাম। এতে আমাদের আর বুঝতে বাকি নেই যে, ইসলাম বা সনাতন ধর্মের মধ্যে কোনটি বেশি পুরন।

 সর্বোপরি বলা যেতে পারে, হিন্দু ধর্ম আসলেই অনেক পুরনো ধর্ম। ইসলাম ধর্মের আগেই, পৃথিবীতে হিন্দু বা সনাতন ধর্মের আবির্ভাব ঘটে। তবে দুটি ধর্মের মধ্যে অনুসারীর সংখ্যা ইসলাম ধর্মেই বেশি। 



 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url