ফেসবুক কে আবিস্কার করেন,এবং কত সালে?

ফেসবুক হল একটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম। এর সাথে পরিচিত নয়, এমন মানুষ আমাদের দেশে খুজে পাওয়া মুসকিল। প্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে বৃদ্ব বয়সের মানুষ ও ফেসবুক ব্যাবহার করে থাকে। সুধু এখানেই শেস নয়,২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশে ফেসবুক ব্যাবহার কারির সংখ্যা ৭ কোটিরও বেশি। 

facebook


তাহলে বুঝতেই পারছেন, এত সব সুবিধা দেওয়ার পেছনে যে মানুষটার অনন্য অবদান রয়েছে। তার সম্বন্ধে জানা এবং, কত সালে ফেসবুক নামক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে, এগুল একনজরে জেনে নি। তাছারা বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জিবনের সাথে ফেসবুক অতপ্রতভাবে জড়িত।

ফেজবুক কে আবিস্কার করেন,ফেসবুকের জনক কে?

ফেসবুক মুলত আবিস্কার করেন মার্ক জাকারবার্গ,তিনি  হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালিন সময়ে। তার সহপাঠিদের সহযোগিতায়  ফেসবুক আবিস্কার করেন। তার সহযোগীতায় যে সকল সহপাঠী ছিল তারা হল,এডুয়ার্ডো সাভারিন,ডাস্টিন মস্কোভিটজ,এবং ক্রিস হিউজ। এরা সকলে মিলেই ফেসবুক নামক সোশাল মিডিয়া প্ল্যাটফর্মটি তৈরি করেন।তবে মূল ভুমিকায় ছিলেন মার্ক জাকারবার্গ, তিনি বর্তমানে ফেসবুকের ওনার এবং CEO।

আরো পড়ুনঃ OTG (ওটিজি) ক্যাবল এর ব্যবহার সম্পর্কে জানুন।

কত সালে আবিস্কার হয়,এবং কিভাবে আমাদের মাঝে ছড়িয়ে পরে।

মার্ক জাকারবার্গ তার কিছু সহপাঠিদের সাথে মিলে ফেসবুক আবিস্কার করেন তা আমরা ইতিমধ্যে জানতে পারলাম। তবে এটা কত সালে আবিস্কার করা হয়, চলুন এবারে তা জানি। ফেসবুক ২০০৪ সালের ৪ই ফেব্রুয়ারি The facebook নামে চালু করা হয়ে থাকে।

প্রথ অবস্থায় তারা নিজেরা নিজেদের মধ্যে অর্থাৎ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি ব্যাবহার করত। এর পরে এটা খুব অল্প সময়ে মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে,এবং ২০২৫ সালে ফেসবুকের নাম পরিবর্তন করে facebook/ Meta নামে এর নামকরন করা হয়। 

আজকের এই পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাধ। ভাল লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।






  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url