১০ থেকে ১৫ হাজারের মধ্যে, ভালো কিছু স্মার্টফোন।

আমরা কে না চাই আমাদের একটি স্মার্টফোন থাকুক। তবে বর্তমান সময়ে, আমরা যদি ভালো মানের স্মার্টফোন কিনতে চাই, তাহলে সব থেকে বড় সমস্যাটা হয় সেটা হল বাজেটের সমস্যা। একটা কথা আমাদের সবারই মানতে হবে, মধ্যবিত্তের এই দেশে আমরা কতজনে ভালো মানের স্মার্টফোন ব্যবহার করতে পারি। 

valo


অনেক সময় দেখা যায়, অনেকে একটি স্মার্ট ফোন কেনার জন্য অল্প অল্প করে, অল্প কিছু টাকা জমায়। কিন্তু এখানে কস্টের বিষয় কি জানেন, এই অল্প টাকা দিয়ে কি ফোন কিনবে, সেটা কেমন হবে, কেমন সার্ভিস দিবে এবং ব্যাটারি কেমন হবে ইত্যাদি অনেক কিছুই ভাবতে হয়। তবে টেনশনের কিছু নাই, আজকে আপনাদের সাথে, ২০২৫ সালের কিছু কম বাজেটের স্মার্টফোনের সাথে পরিচয় করিয়ে দিব। যেগুল দিয়ে আপনার দৈনন্দিনের সাধারন কাজগুল খুব সহযেই করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে, জেনে নেয়া যাক বাংলাদেশের লো বাজেটের মধ্যে সেরা কিছু মোবাইল ফোন সম্পর্কে। 

পোস্ট সূচিপত্রঃ ১০ থেকে ১৫ হাজারের মধ্যে ভাল কিছু স্মার্টফোন।

1. itel Power 70

  •  এই ফোনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, 6.67" (720×1600) HD display. 
  • Ram থাকছে 6 GB
  • ফোনের স্টোরেজ 128 GB, যেটা আমাদের ফাইলগুলো সংগ্রহ করার জন্য যথেষ্ট। 
  • মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল, এবং সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল।
  • 6000 mAH লং লাস্টিং  ব্যাটারি।
  • Mediatek Helio G50 Ultimate প্রসেসর রয়েছে। 
  • এছাড়াও 18 ওয়ার্ডের ফাস্ট চার্জার এবং 4G সাপোর্টেড থাকছে।
  • বাংলাদেশি টাকায় এর মূল্য, 10,999 টাকা।

 2. Itel P65C

  • এই ফোনের ডিসপ্লে 6.6" (720×1612p) এইচডি ডিসপ্লে। 
  • Ram থাকছে 4GB
  • ফোনের স্টোরেজ পেয়ে যাবেন 128gb, যেটা ছবি ও ফাইলগুলো সংরক্ষণের জন্য যথেষ্ট। 
  •  মেইন ক্যামেরায় 13 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেল। 
  • প্রসেসর পেয়ে যাবেন, Unisoc T606 CPU Mail-G57 MP1.
  • 5000mAH লং লাস্টিং ব্যাটারি, যেটা আপনার চার্জিং ব্যাকআপের জন্য যথেষ্ট। 
  • 18 Wat এর ফাস্ট চার্জার এবং 4G  সাপোর্টেড।
  • এর  বাংলাদেশী মূল্য  10,000 টাকা।

3.Itel City 100

  • এই ফোনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, 6.75" (720×1600) এইচডি ডিসপ্লে। 
  • Ram থাকছে, 4-8 GB Unisoc T7250.
  • স্টোরেজ পেয়ে যাচ্ছেন, 4 GB র‍্যামের ক্ষেত্রে, 128  জিবি। যেটা ফাইলগুলো সংরক্ষণের জন্য যথেষ্ট। 
  • মেইন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল, এবং সেলফি ক্যামেরা জন্য 8 মেগাপিক্সেল। 
  • 18 ওয়ার্ডের  ফাস্ট চার্জার পেয়ে যাবেন। 
  • ফোনটির ওজন ১৮০ গ্রাম। 
  •  5200 mAH লং লাস্টিং ব্যাটারি। 
  • বাংলাদেশি টাকায় মূল্য থাকছে 11,999 টাকা।

4.Itel S25.

  • এই ফোনের ডিসপ্লে থাকছে, 6.78" (1080×2436)  এইচডি ডিসপ্লে। 
  • 6/8 GB Ram Unicos T620.
  • স্টোরেজ 128 GB, ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য যথেষ্ট। 
  • মেইন ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেল, এবং সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। 
  • 5000mAH ব্যাটারি এবং 18 wt ফাস্ট চার্জার। 
  • Itel s25 ফোনটির ওজন ১৮৫ গ্রাম। 
  • এই ফোনের মূল্য  বাংলাদেশী টাকায় 13,999 টাকা।

5.Itel Color Pro

  • এই ফোনের ডিসপ্লে 6.56" (720×1612)  এইচডি ডিসপ্লে। 
  • Ram 6 GB Dimensity 6080.
  • মেইন ক্যামেরায় পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল, এবং সেলফি ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেল। 
  • 5000 এম্পিয়ার এর লং লাস্টিং ব্যাটারি এবং 18 ওয়ার্ডের ফাস্ট চার্জার।
  • CPU থাকছে Mail-G57 MC2.
  • বাংলাদেশি টাকা এর মূল্য 15,000 হাজার টাকা।

শেষ কথা। 

আমাদের সবারই, শখের তালিকায় থাকে একটি স্মার্টফোন। এটা শুধুমাত্র শখ হিসাব করলে চলবে না, আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশে আছে স্মার্টফোন তথা মোবাইল ফোন । তবে সব থেকে বড় সমস্যা যেটা, বাজেটের সমস্যা। বাজেট নিয়ে চিন্তা করার কোন কারণ নেই, আপনি চাইলে কম বাজেটে ও ভালো মানের ফোন কিনতে পারেন। যেটা দিয়ে আপনার দৈনন্দিন কাজকর্ম খুব সহজভাবে চালিয়ে যেতে পারবেন। 

উপরোক্ত যে ফোনগুলোর কথা বললাম, এটা হল Itel brand এর কিছু ফোন। তবে ভাই, এ সমস্ত ফোন একটু কম বাজেটের হওয়ায়, এর ফিচারগুলো আপনি একটু নরমাল পাবেন। কিন্তু আপনি সার্ভিসটা মোটামুটি ভালই পাবেন। আরে ভাই, বাজেটের দিকেও তো তাকাতে হবে নাকি। 

যাইহোক অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। যদি আমাদের আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। যাতে তারা জানতে পারে, কম বাজেটের কিছু ভালো মানের ফোনের সম্পর্কে। এতক্ষণ মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য অসংখ্য 'ধন্যবাদ'।

                                                             ( খোদা হাফেজ )

  



 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url