OTG (ওটিজি) ক্যাবল এর ব্যবহার সম্পর্কে জানুন।
বর্তমান সময়ে আমাদের দেশে, স্মার্টফোন ব্যবহার কারীদের সংখ্যা অনেক। বর্তমান ২০২৫ সালের, এই সময় এসে যদি আপনার হাতে একটি স্মার্ট ফোন থাকে। তাহলে হয়তো অবশ্যই আপনি একটি OTG ক্যাবলের প্রয়োজনীয়তায় কোন না কোন সময় পড়েছেন। অথবা আপনিOTG (ওটিজি) ক্যাবলের, সুবিধা নিচ্ছেন এবং আপনি হয়তো জানেন ই না OTG (ওটিজি) ক্যাবলের সম্পর্কে । বর্তমান সময় সকল স্মার্টফোন তৈরি কারি কোম্পানির সকল ফোনেই OTG সাপোর্ট করে।
তাহলে বুঝতেই পারছেন, আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনার, OTG ক্যাবল এবং এর ব্যবহার সম্পর্কে অবশ্যই আপনার জানা প্রয়োজন। কথা না বারিয়ে চলুন ওটিজি ক্যাবল এর ব্যবহার সম্পর্কে জেনে নেয়া যাক।
ওটিজি কি কাজ করে, কেনই বা ব্যবহার করব।
ওটিজি মূলত একটি, তথ্য আদান প্রদানের কেবল। OTG এর পূর্ণরূপ হল One The Go, বাংলায় এটাকে বলতে পারেন, একটি ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে তথ্য আদান প্রদান করার পদ্ধতি। ওটিজি ক্যাবল এর মূল্য সাধারণত, সর্বনিম্ন ৩০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা বা এর আশেপাশে হতে পারে। এটা খুব একটা বেশি না, আপনি চাইলে সহজে এর সুবিধা নিতে পারেন।
উপরে আমরা জানতে পারলাম, স্মার্টফোন তৈরি করি কোম্পানিগুলোর সকল ফোনেই বর্তমান সময়ে ওটিজি সাপোর্ট করে। এখানে মজার বিষয় হচ্ছে, কোন ওটিজিতে আপনি ১ টি এক্সটেনশন পাবেন, আবার কোনটাই একের অধিক ও পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে যেনে নেয়া যায়, ওটিজি ক্যাবল এর ব্যবহার সম্পর্কে।
মাউস কিবোর্ড এর ব্যবহারে।
মাউস ও কিবোর্ড কথাটি শুনলে আমাদের, কম্পিউটারে কথা মাথায় আসে। কেনই বা আসবে না,আমরা অধিকাংশ মানুষই জানি, মাউস ও কিবোর্ড শুধুমাত্র কম্পিউটারে ব্যবহার হয়। আপনার যদি জানা না থাকে, তাহলে আজকের এই আর্টিকেলে আপনি জেনে নিন। মাউস ও কিবোর্ড শুধুমাত্র কম্পিউটারেই নয় আপনি আপনার স্মার্টফোনের সাথেও এর ব্যবহার করতে পারবেন।
মাউসের সাথে যেভাবে ব্যবহার করবেন, সেটা হল। ওটিজি ক্যাবলের সাথে আপনার ফোনের চার্জার পোর্ট এর সাথে সংযুক্ত করতে হবে। এরপর ওটিজির যে প্রান্তে ইউএসবি পোর্ট থাকে সেই পোর্টে আপনি আপনার মাউস এর পোর্ট টি লাগাবেন। OTG অপশন থেকে অন করে দিতে হবে এরপর অন করা হয়ে গেলে দেখতে পাবেন, আপনার ডিভাইস সার্ভিসের জন্য রেডি। এখন আপনি চাইলে আপনার স্মার্টফোনে হাত না লাগিয়ে, মাউস থেকে কন্ট্রোল করতে পারছেন।
কিবোর্ডের সাথে যেভাবে ব্যবহার করতে পারবেন। ওটিজি ক্যাবলের সাথে আপনার ফোনের চার্জার পোর্ট টি লাগান। এরপর আগের মতন, ও টিজির ইউএসবি পোর্টের সাথে আপনার কিবোর্ডের কেবলটি লাগান। লাগানো হয়ে গেলে, একইভাবে লেখা আসবে আপনার ডিভাইস রেডি। এরপর আপনি আপনার, গুরুত্বপূর্ণ মেসেজ, কোন গল্প লেখা বা কিবোর্ড সংক্রান্ত যেকোনো কাজ। আপনার ফোন ছাড়া কিবোর্ড থেকেই খুব সহজে করতে পারবেন।
পেনড্রাইভ ও কার্ড রিডার এর ব্যবহারে।
আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকেই জানিনা। পেনড্রাইভ বা কার্ড রিডার আমাদের স্মার্টফোনের সাথে খুব সহজেই ব্যবহার করতে পারি। চলুন জেনে নেই।, কিভাবে পেনড্রাইব বা কার্ড রিডারের মধ্যে মেমোরি ব্যবহার করে, ফোনের সাথে কিভাবে তথ্য আদান প্রদান করবেন।
মোবাইলের সাথে ওটিজি কানেক্ট করার পর, আপনি আপনার পেনড্রাইভ বা কার্ট রিডার OTG ক্যাবল অপর প্রান্তে কানেক্ট করুন। এরপর ফোনের সেটিংস এ যেয়ে ওটিজির অপশন থেকে অন করে দিন। এরপরে আপনি আপনার পেনড্রাইভ বা কার্ড রিডারে থাকা সকল ফাইল গুল দেখতে পাবেন।
আপনার ফোনটি যদি ভালো মানের থাকে, তাহলে চাইলে হার্ডডিস্ক ও ব্যবহার করতে পারে। এক্ষেত্রে ৫০০ জিবি ১ টিবি বা এর থেকে বেশি ও ব্যবহার করা যায়।
চার্জা আদান প্রদানের ক্ষেত্রে।
অনেক সময় দেখা যায় আমাদের ফোনে চার্জ অসময় শেষ হয়ে যায়। চার্জ দেওয়ার মত কোন পরিবেশ থাকে না, এ ক্ষেত্রে আপনি চাইলে ওটিজি ব্যবহার করে একটি ফোন থেকে আপনার ফোনে চার্জ করার মত সুবিধা নিতে পারেন। চলন জেনে নেয়া যাক কিভাবে, এক্ষেত্রে আপনার একটি চারজিং কেবলের প্রয়োজন হবে।
যে ফোন থেকে আপনি আপনার ফোনে চার্জ দিতে চাচ্ছেন, তার সাথে ওটিজি কানেক্ট করুন। এরপর চার্জিং ক্যাবলটি ওটিজির সাথে কানেক্ট করে আপনার ফোনের চার্জিং পয়েন্টের সাথে যুক্ত করুন। তাহলেই দেখতে পাবেন আপনার ফোনে চার্জ নিচ্ছে। সাময়িক সময়ের কাজ চালানোর জন্য এই সুবিধাটি আপনি নিতে পারেন।
মিনি কুলিং ফ্যান চালাতে পারেন।
গরমের সময় কারেন্ট চলে গেলে, আমরা খুব অস্বস্তিতে পরি। আপনার যদি স্মার্ট ফোন থাকে, তার সাথে ওটিজি এবং মিনি কুলিং ফ্যান থেকে থাকে। তাহলে কারেন্ট চলে গেলে গরমের সমস্যা আর নয়। আপনি চাইলে আপনার ফোন থেকে ওটিজির মাধ্যমে মিনি কুলিং ফ্যান এর সুবিধা নিতে পারেন, এত করে আপনি কিছুটা আরাম পাবেন। গরমের সময় কোথাও বাইরে গেলেও আপনি এর সুবিধা নিতে পারেন।
চলুন কিভাবে করবেন জেনে নিন। প্রথমে আপনার ওটিজি ক্যাবল এর সাথে ফোনের সংযোগ করতে হবে। এরপর মিনি কুলিং ফ্যানের কেবলটি লাগাতে হবে, ব্যাস হয়ে গেল আপনার কুলিং ফ্যান আপনাকে সার্ভিস দেওয়ার জন্য রেডি।
DSLR ক্যামেরা কন্ট্রোলার।
আমাদের অনেকেরই শখের নাম, DSLR ক্যামেরা। আমরা হয়তো অনেকেই জানিনা, DSLR ক্যামেরা কে ওটিজি ক্যাবল এর মাধ্যমে ফোন থেকে কন্ট্রোল করা সম্ভব। চলুন কিভাবে জেনে নি, প্রথমে আপনার ফোনের সাথে ওটিজি ক্যাবেলটি সংযুক্ত করুন। এরপর মোবাইল থেকে DSLR কন্ট্রোলার অ্যাপ ডাউনলোড করুন। এবার DSLR ক্যামেরার ক্যাবলটি ওটিজির সাথে সংযুক্ত করে আপনি ফোন থেকে খুব সহজেই ক্যামেরাটি কে কন্ট্রোল করতে পারেন।
বিভিন্ন কাজে।
অটিজির বেশ কিছু ব্যবহার সম্পর্কে আমরা ইতিমধ্যে জানতে পারলাম। এছাড়াও OTG আরও বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন, গেম কন্ট্রোলার, সাউন্ড কার্ড, বিভিন্ন হ্যাকিং গ্যাজেট, ব্রড ব্যান্ডের ব্যবহারে ইত্যাদি বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়। অটিজি সাধারণত খুব ছোট একটি ডিভাইস হলেও, এটি আমাদেরকে অনেক বড় ধরনের সেবা দিয়ে থাকে।
এগুলো ব্যবহার করবেন যেভাবেঃ উপরে উল্লেখিত ওটিজির যে সকল ব্যবহার সম্পর্কে জেনেছেন। এবং এই সকল ডিভাইসের সাথে ওটিজি কেবলের সংযোগ যেভাবে করার কথা উল্লেখ করা হয়েছে, ঠিক সেইভাবে সকল ডিভাইসের সাথে সংযোগ দিতে হবে। এটি একটি বাড়তি সুবিধা, যেটা খুব সহজেই আমরা পেতে পারি। এবং এর ধারা আমরা অনেক বড় ধরনের কাজও করতে পারি।
শেষ কথা।
স্মার্টফোন ব্যবহারকারী হয়েও, আপনার যদি ওটিজি ক্যাবল না থেকে থাকে, এবং আপনি যদি এর সুবিধা এখনো না নিয়ে থাকেন। তাহলে অবশ্যই একটি ওটিজি ক্যাবল কিনবেন এবং এর সুবিধা ভোগ করবেন। কেননা হাজার হাজার টাকা দিয়ে স্মার্টফোন কিনে যদি ছোট একটি ক্যাবলের জন্য এর বাড়তি সুবিধা না নিতে পারেন তাহলে তো জীবনই বৃথা। যাই হোক অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমার এই পোস্ট টি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুত্বের সাথে শেয়ার করবেন।
( খোদা হাফেজ)
ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url