জিমেইল একাউন্ট কিভাবে খুলবেন জেনে নিন।
বর্তমান সময়,আপনি যদি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হয়ে থাকেন। তাহলে হয়তো আপনি জিমেইল তথা গুগলএকাউন্টের প্রয়োজনীয়তায় কোনো না কোনো সময় পড়েছেন। আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন ক্ষেত্রে ইমেইল তথা জিমেইল একাউন্টের প্রয়োজন হয়। এজন্য অবশ্যই আপনার ইমেইল একাউন্ট তৈরি করা বা নতুন জিমেইল আইডি খোলার নিয়ম জানা খুবই প্রয়োজন।
আজকের আর্টিকেলটিতে আপনাদের সাথে। জিমেইল একাউন্ট তথা গুগল একাউন্ট কিভাবে খুলবেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। জিমেইল একাউন্ট খোলার নিয়ম জানতে, আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
জিমেইল আইডি আসলে আমাদের কেন দরকার।
বর্তমান ডিজিটাল বাংলাদেশের এসে এই সময়ে আমাদের নিজস্ব একটা জিমেইল আইডি কেন দরকার। তা সকলেরই জানা জিমেইল একাউন্ট আমাদের দৈনন্দিনের কাজে অত্যন্ত প্রয়োজনীয়। এবং এর কিছু উদাহরণ দিচ্ছি আপনাদের দেখুন হয়তো আপনাদের প্রয়োজন এর সাথে মিলে যেতে পারে। বর্তমান সময় এসে আমরা যদি কোন ওয়েবসাইট অ্যাকাউন্ট বা ফেসবুক একাউন্ট খুলতে চাই তাহলে অবশ্যই আমাদের একটি জিমেইল একাউন্টের প্রয়োজন হবে।
ধরুন আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করি আবেদন করছেন। তারা প্রথমেই আপনার gmail ঠিকানাটি থেকে CV পাঠাতে বলবে। এবং যদি আপনাদের চাকরি হয় তাহলে অফিসিয়াল বার্তা গুলো ঠিক ওই জিমেইল একাউন্টে আসবে। তাছাড়া যদি অনলাইনে বাসের টিকিট কাটতে চান Sohoz.com থেকে। তাহলে কিন্তু আবেদনের সময় তারা আপনার ইমেইল আইডি তথা জিমেইল একাউন্টটি জানতে চাইবে। অনলাইন টিকিটের টাকা পরিশোধ করার পরও এর ডিজিটাল কপিও আপনার একই জিমেইল একাউন্টে আসবে। এছাড়াও দৈনন্দিন এর নানাবিধ কাজে জিমেইল একাউন্টের প্রয়োজনীয়তা আমাদের অনেকাংশে ই হয়।
মোবাইল ব্যবহারকারীদের জিমেইলের প্রয়োজনীয়তা।
বর্তমানে এই সময় এসে আমরা মোবাইলের সাথে প্রত্যেকটা মানুষই সম্পর্কিত। মোবাইল ফোন আমাদের সবার মাঝে এমনভাবে জড়িত, যদি হঠাৎ করে এখন বলা হয় কোন মোবাইলই কাজ করবেনা। তাহলে আমাদের সবারই ঘুম হারাম হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে মোবাইলটাও যেমন আমাদের জন্য জরুরী। ঠিক তেমনি এই মোবাইলটা ঠিকভাবে পরিচালনা করার জন্য। একটি জিমেইল একাউন্ট তথা ইমেইল একাউন্টের গুরুত্ব ও অপরিসীম।
মনে করেন আপনি বাজার থেকে নতুন একটি স্মার্টফোন কিনে এনেছেন। এখন আপনার ফোনটি ঠিকঠাক মতন এর কার্যক্রম পরিচালনা করার জন্য। স্মার্টফোনের ভিতরে কিছু অ্যাপস ইনস্টল করতে হবে। এই অ্যাপ ইন্সটল করার জন্য আপনাকে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ গুলো ডাউনলোড করতে হবে। এখানে মজার বিষয় হচ্ছে আপনি যদি google Play Store account থেকে App ডাউনলোড করতে চান। তাহলে আপনার অবশ্যই একটি ছেলের অ্যাকাউন্ট লাগবে। এক কথায় বলতে গেলে মোবাইল অথবা ল্যাপটপ যাই বলেন না কেন। অনলাইন সংক্রান্ত সকল কাজকর্মের জন্য আমাদের অবশ্যই জিমেইল একাউন্টের প্রয়োজনীয়তা অনেক।
নাম পাসওয়ার্ড কিভাবে দিবেন।
জিমেইল একাউন্ট তথা ইমেইল একাউন্ট খোলার নিয়ম আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই আর্টিকেলটি লেখা। জিমেইল একাউন্ট খোলার ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা দরকার। সেটা হলো নাম এবং পাসওয়ার্ড নির্বাচন । আপনি হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে একই নামে একাধিক জিমেইল একাউন্ট খোলা কোনভাবেই সম্ভব নয়। একটা নামে শুধুমাত্র একটাই জিমেইল একাউন্ট রেজিস্ট্রেশন নেওয়া যাবে না। এক্ষেত্রে আপনি সঠিক নাম এবং পাসওয়ার্ড বাছাই করে নিবেন। ঠিক mukul243@gmail.com এমনই একটি নাম ব্যবহার করবেন।
এবার পাসওয়ার্ড এর কাছে আসা যাক। বর্তমান সময়ের জিমেইল একাউন্টে স্ট্রং পাসওয়ার্ড ছাড়া নেয় না। আপনার জিমেইলের পাসওয়ার্ডটা যতটা স্ট্রং হবে ঠিক ততটাই আপনার একাউন্ট নিরাপদ থাকবে। এর জন্য সঠিক পাসওয়ার্ড টা বেছে নিতে হবে। তবে পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে সব সময় সর্বদা মাথায় রাখবেন। কিছু ক্যাপিটাল লেটার কিছু এ স্মল লেটার এবং কিছু বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করার,ঠিক SSkjl22#%& এমন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন।
স্মার্ট ফোন দিয়ে জিমেইল একাউন্ট খোলার নিয়ম।
বর্তমানে আমাদের দেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা অনেক। কোন কোন মানুষ তো আবার দুটো করেও স্মার্টফোন ব্যবহার করে থাকে। এক্ষেত্রে শুধু ফোন ব্যবহার করলেই হবে না। জিমেইল একাউন্ট কিভাবে খুলতে হয় সেটাও আমাদের জেনে নিতে হবে। তাহলে চলুন মোবাইল থেকে কিভাবে জিমেইল একাউন্ট খোলা যায় সে ব্যাপারে আলোচনা করি।
আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির অ্যাপ স্টোর থেকে প্রথমে। জিমেইল অ্যাপ এর উপরে ক্লিক করে এর ভিতরে ঢুকবেন। সেখানে ঢোকার পরে আপনি দেখতে পাবেন Create an a gmail account। এখানে ক্লিক করবেন তারপর যে অপশনটি আসবে। সেখানে আপনার First Name, Last Name এবং User name নামক তিনটি অপশন আসবে। First name এ আপনি আপনার শুধু নামটা ব্যবহার করবেন, Last name আপনি আপনার পদবী ব্যবহার করবেন। এবং ইউজার নেম এর জায়গায় আপনার টোটাল জিমেইল অ্যাকাউন্টই দেবেন। যেমন, rakib@gmail.com নামের মাঝে কোন গ্যাপ রাখা যাবে না। এগুল দেওয়া হয়ে গেলে Next অপশনে ক্লিক করবেন।
এরপরে যে অপশনটি আসবে সেটি হলো আপনার পাসওয়ার্ড বসানোর অপশন। প্রথমে পাসওয়ার্ড, আপনি অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। কেমন পাসওয়ার্ড ব্যবহার করবেন সেটা উপরে বলে দেওয়া হয়েছে। তবে পাসওয়ার্ড অবশ্যই সর্বনিম্ন আট সংখ্যার হতে হবে। প্রথমে পাসওয়ার্ড বসানো হয়ে গেলে নিচে কনফার্ম অপশনে সেম পাসওয়ার্ড আবারও ব্যবহার করবেন। তারপরে আবার একই ভাবে নেক্সট অপশনে ক্লিক করবেন।
পরে আপনার সামনে যে অপশনটি শো করবে সেটি হল Create your Google Account, অর্থাৎ আপনি যে ঠিকানা গুলো দিয়ে সাবমিট করেছিলেন। এগুলো থেকেই আপনার গুগল একাউন্ট তৈরি হওয়ার জন্য রেডি। এরপর আপনি সবগুলো তথ্য অবশ্যই ভালোভাবে চেক করে নিবেন এবং আবারো Next এ ক্লিক করবেন।
এর পরে আপনার Gmail account ভেরিফাই করার জন্য ফোন নাম্বারের একটা অপশন আসবে। সেখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে Next এ ক্লিক করার পরে। যেই ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বার আপনার একটি ছয় সংখ্যার কোড যাবে। যেটা আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন কোড এর অপশনের জায়গায় দিতে হবে। দেওয়া হয়ে গেলে কোডটি আপনি ভেরিফাই তে ক্লিক করবেন।
ভেরিফাই তে ক্লিক করার পরে আপনার সামনে Welcome to google account এমন একটি অপশন আসবে। সেখানে আপনি আপনার বয়স এবং আপনি ছেলে না মেয়ে এটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে অন্য একটা অপশন আসবে সেখান থেকে জাস্ট ডান করে দিবেন। এরপর আপনার সামনে অনেকগুলো তথ্য আসবে এখান থেকে জাস্ট নিচে যেয়ে I agree নামক বাটনটিতে ক্লিক করলেই আপনার জিমেইল তথা google একাউন্টটি সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত।
জিমেইল একাউন্ট ব্যবহারে কিছু সতর্কতা।
ভাই জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করবেন এবং এর কোন সতর্কতা থাকবে না এটাতো হতেই পারে। আমাদের দৈনন্দিন জীবনে জিমেইল একাউন্টটি যতটা গুরুত্বপূর্ণ। তার সাথে জিমেইল একাউন্টের কিছু সর্তকতার ব্যাপারে আমাদের জানা প্রয়োজন। অনলাইন প্রতারণায় হ্যাকাররা প্রতিনিয়ত আমাদের একাউন্ট হ্যাক করার জন্য ওত পেতে বসে থাকে। তাই অবশ্যই সতর্কতা মেনে আমাদের জিমেইল একাউন্ট খুলতে হবে।
আমরা সবসময় gmail account খোলার ব্যাপারে এবং এর পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকব। যদি আমরা একাধিক জিমেইল অ্যাকাউন্ট খুলে থাকি। বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য। তাহলে অবশ্যই আমাদের একটা পাসওয়ার্ড থেকে অন্য পাসওয়ার্ড আলাদা হতে হবে। মাথায় রাখবেন আপনার বিভিন্ন জিমেইল একাউন্টে যেন একই পাসওয়ার্ড ব্যবহার না করা হয়। তাছাড়াও আপনি চাইলে পাসওয়ার্ড কি নিরাপদে সংরক্ষণে রাখার জন্য। পাসওয়ার্ড ম্যানেজার নামক অ্যাপ ব্যবহার করতে পারেন।
গুগল কোম্পানি ২০২১ সালে,জিমেইল একাউন্ট কি আরও বেশি সুরক্ষা দেওয়ার জন্য টু ফ্যাক্টর এক বাধ্যতামূলক করে দিয়েছে। এই অ্যাপ থেকে আপনার একাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার হাতের কাছে অন্য আরো একটি স্মার্টফোন থাকতে হবে। এই অ্যাপ এ আপনার জিমেইল একাউন্ট একটি ওটিপি কোড পাঠাবে। যেটা দিলেই কেবল মাত্র আপনি আপনার একাউন্টে ঢুকতে পারবেন। যতবার ঢুকবেন ততবারই এই কোডটি চেঞ্জ হবে। এতে চিন্তার কোন কারণ নেই, যখন আপনার যখন যে কোড আসবে। তখন ভেরিফিকেশনের সময় সেই একই কোড ব্যবহার করবেন।
শেষ কথা, জিমেইল আইডি খোলার নিয়ম সম্পর্কে।
ইতিমধ্যে আমরা জিমেইল আইডি তথা গুগল একাউন্ট খোলার নিয়ম কানুন জানতে পারলাম। বর্তমানে ডিজিটাল বংলাদেশে আপনার অবশ্যই ডিজিটাল সার্ভিস পেতে চাইলে একটা জিমেইল একাউন্ট আপনার লাগবেই। এই আর্টিকেলটিতে আপনি জানতে পারলেন জিমেইল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। এক্ষেত্রে আপনি নিযেও একাধিক একাউন্ট খুলতে পারবেন এবং বন্ধুদের ও আকাউন্ট খুলে দিতে পারবেন।
এই আর্টিকেল টি যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন নাহ। এবং ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন।
( খোদা হাফেজ )
ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url